রামেকে দণ্ডিত বিএনপি নেতার মৃত্যু

পাবনায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেনে হামলা মামলার দণ্ডিত বিএনপি নেতা হাকিমুদ্দিন ওরফে টেনু (৫৬) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।

হাকিমুদ্দিন ঈশ্বরদী পশ্চিম টেংড়ি বাবুপাড়ার মহসিন আলীর ছেলে।

১৯৯৪ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার হাবিবুর রহমান জানান, হাকিমুদ্দিন দীর্ঘ দিন ধরেই হৃদরোগে আক্রান্ত। তার ওপেন হার্ট সার্জারিও করা ছিলো।

অবস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য গত ৯ জুলাই তাকে পাবনা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ ত ১০ আগস্ট অসুস্থ্য হয়ে পড়ায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়েছিলো। ওই দিন থেকেই তিনি হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ওই মামলায় পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী গত ৩ জুলাই ৯ জনকে মৃত্যুদণ্ড দেন।

এছাড়া হাকিমুদ্দিন টেনুসহ ২৫জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বিএ-০৪/২২-০৮ (নিজস্ব প্রতিবেদক)