বিয়েতে প্রেমিকের আপত্তি, বিষপানে তরুণীর মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের সামনে বিষপানে মারা গেছেন রাজশাহীর মোহনপুরের এক কলেজছাত্রী।

জরিনা খাতুন (১৮) নামের ওই কলেজছাত্রী বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।

এর আগে বুধবার দুপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন ওই তরুণী। পরে দ্রুত তাকে হাসপাতলে নেন প্রেমিকের স্বজনরা।

জরিনা খাতুন মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বদর উদ্দিনের মেয়ে। তিনি পবার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়তেন।

তার প্রেমিক প্রেমিক মাহাবুর রহমান (২২) একই উপজেলার মাটিকাটা গ্রামের আবদুল মান্নানের ছেলে। মাহাবুর রাজশাহী নিউ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের অধ্যয়নরত। প্রেমিকা জরিনা খাতুন সম্পর্কে তার ফুপাতো বোন।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার কলেজে যাবার নাম করে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন ওই তরুণী। এসময় প্রেমিককে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু তাকে আপত্তি জানায় প্রেমিক।

এরপর প্রেমিকের পরিবারের সদস্যদের সামনেই বিষপান করেন তরুণী। অবস্থা বেগতিক দেখে প্রেমিকের স্বজনরা তাকে হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তাছাড়া এনিয়ে থানায় কোন অভিযোগ দেননি নিহতের স্বজনরা। অপমৃত্যু মামলার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বিএ-০৩/০৫-০৯ (নিজস্ব প্রতিবেদক)