রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার

রাজশাহীর বাঘায় এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোকুলপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

ফরিদা বেগম জেলার চারঘাটের মীরগঞ্জ রাওথা এলাকার মৃত শাজাহান মোল্লার স্ত্রী।

এনিয়ে তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

বিজিবির আলাইপুর বিওপির নায়েক ছিদ্দিকুর রহমান জানান, সকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোকুলপুর খেয়াঘাটে অভিযান চালান তারা।

ওইসময় সন্দেহভাজন ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান নায়েক ছিদ্দিকুর।

এদিকে, আলাদা অভিযানে বৃহস্পতিবার মধ্যরােতে রাজশাহী নগরীর মতিহার বালুরঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ২১৫ বোতলে ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

ওই অভিযানে অংশ নেয় বিজিবির তালাইমারী বিওপি। এনিয়েও আইনত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিজিবি।

আপরদিকে, রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ নুরুন্নাহার (৪০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহিশালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

নুরুন্নাহার ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার নামে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

রাজশাহী র‌্যাবের কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মহিশালবাড়িতে অভিযান চালায়।

এসময় ছয়টি প্যাকেটে ৬০০ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বিকার করেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

বিএ-০১/০৬-০৯ (নিজস্ব প্রতিবেদক)