প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রচারে রাজশাহীতে যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে প্রচারের অভিযোগে রাজশাহীতে রাতুল রহমান (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর কেশবপুর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ডিজিটাল নিরাপত্তা আইন দায়েল করা মামলায় তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতার রাতুল রহমান নগরীর রাজপাড়া বেতিয়াপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। নগরীর ভেড়িপাড়ায় গ্রীনমার্ক আইটি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন।

তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুটি মেমোরী কার্ড, ছয় পাতা ফেইসবুক পোস্টের স্ক্রীন শর্ট উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর উস্কানীমূলক পোস্ট এবং ব্যঙ্গ বিকৃত ছবি ও সরকার বিরোধী পোষ্ট করে আসছিলেন রাতুল।

অভিযোগ পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের উপ অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান। গণমাধ্যমকে তিনি বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপকর্মের দায় স্বীকার করেন রাতুল। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

বিএ-১০/২৪-১০ (নিজস্ব প্রতিবেদক)