রাজশাহীতে ধরা খেলো প্রতারকচক্রের তিন নারী সদস্য

রাজশাহীতে প্রতারকচক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এই তিন নারী হলেন, জেলার বাগমারা উপজেলার তেগাছি গ্রামের মেহের হোসেনের মেয়ে মর্জিনা বিবি (৩৫), কেদুর মোড় এলাকার তসলিমার মেয়ে সুমি বেগম (৩০) এবং টিকাপাড়া এলাকার মর্জিনা বেগম (৩০)।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ অক্টোবর রাজশাহীর সোনালী ব্যাংকের একটি শাখার একজন সিনিয়র অফিসারের সাথে প্রতারণা করেন নারী প্রতারকচক্রের এ তিনি সদস্য। ওইদিন তারা ওই ব্যাংক কর্মকর্তাকে কৌশলে নগরীর কেদুর মোড় এলাকার সামির নামে এক ব্যক্তির বাড়িতে ডেকে নিয়ে যান।

এরপর তিন নারীর দুইজন ওই ব্যাংক কর্মকর্তার সাথে জোরপূর্বক নগ্ন ছবি তোলেন। এনিয়ে ব্যাংক কর্মকর্তাকে ব্লাকমেইল করার চেষ্টা করা হয়। এরপর ওই ব্যাংক কর্মকর্তা বাড়ি থেকে কৌশলে পালিয়ে আসেন। ওই রাতেই এ ঘটনায় মতিহার থানায় মামলায় দায়ের হয়।

ওসি আরও জানান, গ্রেফতার তিন নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সামির এবং প্রতারক নারীচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।

বিএ-১২/১৪-১১ (নিজস্ব প্রতিবেদক)