পাটকল শ্রমিকদের দাবির সঙ্গে সাংসদ বাদশার একাত্মতা ঘোষণা

রাজশাহী পাটকল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সোমবার সকালে রাজশাহী জুট মিলের আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে একাত্নতা ঘোষণা করেন তিনি।

এ সময় তিনি শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিতে সরকারকে অনুরোধ করেন। তিনি আগামী সংসদ অধিবেশনে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন বলেও শ্রমিকদের আশ্বাস দেন।

রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, সরকারি-বেসরকারি অংশীদারীত্বের সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করা হয়েছিল। পরে দাবি মানার আশ্বাসে তা স্থগিত করা হয়। কিন্তু এখনো সেই দাবি মানার কোন প্রক্রিয়া শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ফের আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রোববার দুপুর থেকে রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে।

বিএ-০৮/৩০-১২ (নিজস্ব প্রতিবেদক)