অনশনে অসুস্থ চার পাটকল শ্রমিক রামেক হাসপাতালে

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী পাটকলের চার শ্রমিক। বৃহস্পতিবার সকালে তারা অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এরা হলেন- নওসাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম এবং মো. ইসলাম।

সরকারি-বেসরকারি অংশীদারীত্বের সিদ্ধান্ত বাতিল, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে টানা পঞ্চম দিনেরমত অনশনে পাটকল শ্রমিকরা।

রোববার দুপুর থেকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় রাষ্ট্রায়ত্ব এই পাটকলের প্রধান ফটকে শ্রমিকরা কর্মসূচি শুরু করেন।

রাতের তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীদের অনেকেই। তবুও শ্রমিকদের দাবি পূরণের কোনো লক্ষণ নেই।

এর আগে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে প্রথম দফায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়।

এরপর ১৪ ডিসেম্বর থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় শ্রমিকরা আবার আন্দোলনে নেমেছেন।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তীব্র শীত উপেক্ষা করেই তারা কর্মসূচি পালন করছেন।

অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন।

বিএ-০৩/০২-০১ (নিজস্ব প্রতিবেদক)