রাজশাহীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (অসকস) উদ্যেগে শীতবস্ত্র, মেধাবীদের শিক্ষাবৃত্তি এবং দুস্থদের মাঝে সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অসকসের সভাপতি ডা. শামসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. এসএএ বারী, রাজশাহীর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান বেল্টু।
সভাপতিত্ব করেন- অসকসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী। পরিচালনায় ছিলেন- কোষাধ্যক্ষ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া ৫৫ জনের মাঝে মোট ১ লাখ ৬৩ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ৫ হাজার টাকা করে ১২ জনকে দেয়া হয় শিক্ষাবৃত্তি। ৫ হাজার টাকা করে ৯ জনকে দেয়া হয় চিকিৎসা সহায়তা।
এছাড়া অসহায় ৩৪ জনকে দেয়া হয় ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
বিএ-০৮/০৮-০১ (নিজস্ব প্রতিবেদক)