বিয়ের দাবিতে অনশনরত কলেজছাত্রীর ধর্ষণ মামলায় গ্রেফতার এক

রাজশাহীতে বিয়ের দাবিতে অনশনরত কলেজ ছাত্রীর ধর্ষণ মামলায় ছেলের মা দেলখোস বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের মৃত এমদাদুল হকের স্ত্রী। এই মামলায় ছেলে খায়রুল ইসলামকেও আসামি করা হয়েছে। গোদাগাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি মামলার বরাত দিয়ে বলেন, বুধবার ফরাদপুর এলাকায় প্রেমিক খায়রুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় ওই কলেজছাত্রী। তিনি কৃষ্টবাটি এলাকার এক কৃষকের মেয়ে।

খায়রুলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের সুবাদে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে মেয়েটির পরিবার বিয়ের জন্য ছেলের পরিবারকে চাপ দিলে সম্পর্কের কথা অস্বীকার করে ছেলেটি।

এর আগে গত দেড় বছর আগে খাইরুল ইসলামের বাড়িতে বিষয়টি জানালে তার মা দেলখোস বেগম এবং মামা আব্দুল কাদির বিয়ের প্রতিশ্রæতি দিয়ে পাঠিয়ে দেন। কিন্তু তারা পরে বিয়েতে রাজি হয়নি। দুজনেই রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বুধবার রাতে ওই কলেজছাত্রী বাদি হয়ে থানায় ছেলে ও তার মায়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এ মামলায় ধর্ষক খাইরুলের মাকে গ্রেফতার করা হয়।

তিনি অারো বলেন, ধর্ষণ মামলায় বৃহস্পতিবার দুপুরে মা দেলখোস বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই কলেজছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

এসএইচ-০৫/০৯/২০ (নিজস্ব প্রতিবেদক)