রাজশাহীর সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবি গোলাগুলি

রাজশাহী সীমান্তে অস্ত্র চোরাকারবারিদের রুখে দিলো বিজিবি। বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা গুলিও চালিয়েছে। ওই সময় বিজিবিও পাল্টা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় চোরাকারবারিদের।

রোববার দিবাগত রাত ১১টার দিকে সাহাপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।।

অভিযানে নেতৃত্ব দেন ১-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রাজশাহী) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি সাংবাদিকদের জানান, সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অস্ত্র চোরাচালানের খবর পেয়ে রাতে সীমান্তে অবস্থান নেন বিজিবি সদস্যরা।

রাত আনুমানিক ১১টার দিকে অস্ত্র চোরাকারবারিরা চালান নিয়ে দেশে অনুপ্রবেশকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে যায়।

ওই সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় চোরাচালানিরা। জবাবে পাল্টা গুলি চালায় বিজিবিও।

অবস্থা বেগতিক দেখে চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে অন্ধকারে মিলিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন উদ্ধার করে বিজিবি। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানায় বিজিবি।

বিএ-০৩/২৭-০১ (নিজস্ব প্রতিবেদক)