সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা সাহেববাজার জিরােপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত এর মধ্য দিয়ে এই মানববন্ধন শেষ হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হােসেন।
মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শোয়াইব ইসলামের সঞ্চালনায় আরাে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী নগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মাে. তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি মাে. মুরশিদ আলম, ইশা ছাত্র এ মােহাম্মদ আলী প্রমুখ।
বিএ-০৯/৩১-০১ (নিজস্ব প্রতিবেদক)