নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে স্কুলভিত্তিক ক্যাম্পেইন

নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে রাজশাহীতে স্কুলভিত্তিক ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও বিবি হিন্দু একাডেমিতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে এ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে এমন সচেতনতামূলক কর্মসূচি চলবে।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শহীদ জিয়াউর রহমান স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান শুরু হয়। এসময় নারী ও শিশুর প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন এবং যৌন হয়রানি, যৌন এবং প্রজননমূলক স্বাস্থ্য অধিকার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেন এসিডির মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মো. রুহুল আমিন।

পরে এই প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় সর্বোচ্চ উত্তরদাতা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সচেতনতামূলক এক গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মর্সূচিতে অংশ নেয়। ক্যাম্পেইন প্রোগ্রামে যৌন হয়রানি/নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়।

একইভাবে মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর বিবি হিন্দু একাডেমিতে এই ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী ও শিশুর প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন এবং যৌন হয়রানি, যৌন এবং প্রজননমূলক স্বাস্থ্য অধিকার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করতে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেয়া হয়।

একইভাবে ৫ কুইজ বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পরে সচেতনতামূলক এক গণস্বাক্ষর কর্মসূচি শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে যৌন হয়রানি/নির্যাতন প্রতিরোধে একটি কমিটিও গঠন করা হয়।

কর্মসূচিতে অন্যদের এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুর রাজ্জাক, ব্র্যাকের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, বিবি হিন্দু একাডেমিক শিক্ষকবৃন্দসহ সবমিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিএ-১০/০৪-০২ (নিজস্ব প্রতিবেদক)