রাজশাহীর বাগমারায় ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সৌর্পদ করেছেন এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে।
ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে লম্পট সাইফুল ইসলামকে আসামী করে বাগমারা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
বাগমারা থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি থেকে পাশ্বের বাড়িতে যাওয়ার সময় লম্পট সাইফুল ইসলামের সাথে দেখা হয়। কিছুক্ষন পর ছাত্রীটি ওই রাস্তা বাড়িতে ফেরার সময় লম্পট সাইফুল ইসলাম তাকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং লম্পট সাইফুল ইসলামকে আটক করে গনধোলাই দেয়।
বিষয়টি ভাগনদী ফাঁড়ির পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং লম্পট সাইফুল ইসলামকে জনগনের হাত থেকে উদ্ধার করে। বিষয়টি বাগমারা থানার ওসিকে জানালে তিনি আসামী সাইফুল ইসলামকে থানায় নেয়ার জন্য অতিরিক্ত পুলিশ পাঠিয়ে দেয়।
রাতেই ছাত্রীর মা বাদী হয়ে লম্পট সাইফুল ইসলামকে আসামী করে ধর্ষনের চেষ্টায় থানায় একটি মামলা দায়ের করেন। লম্প সাইফুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠাই বাগমারা থানার পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বুধবার সন্ধ্যায় রাস্তায় এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে সাইফুল ইসলাম নামের এক যুবক। ছাত্রীর চিৎকারে লোকজন ঘটনাস্থলে আসে এবং ধর্ষনের চেষ্টাকারী সাইফুল ইসলামকে আটক করে। ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করলে সাইফুল ইসলামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিএ-০৭/০৬-০২ (নিজস্ব প্রতিবেদক)