এক টাকা বেশি নেয়ায় গুনতে হলো ১০ হাজার টাকা জরিমানা!

লোকাল ট্রোনে পোড়াদহ থেকে মাছপাড়ায় যেতে নির্ধারিত ভাড়া জনপ্রতি ১২ টাকা। কিন্তু যাত্রী ইফতেখার খান প্রতীকের কাছে ১৩ টাকা আদায় করেছিলো বেসরকারী ট্রেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাজ কনস্ট্রাকশন এন্ড কোম্পানিকে।

এই ঘটনায় সোমবার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা আদায় করে ২৫ শতাংশ অভিযোগকারীর হাতে তুলে নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার খান প্রতীক গত ২২ জানুয়ারি পোড়াদহ থেকে মাছপাড়া যেতে লোকাল ট্রেনের (নং ৫০৬/৫০৮) টিকিট কাটেন।

এ সময় দুটি টিকিটের দাম তার কাছে নেয়া হয় ২৬টাকা। কিন্তু প্রতিটি টিকিটের দাম প্রকৃতপক্ষে ১২ টাকা করে ২৪টাকা নেয়ার কথা।

নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি টিকিটে এক টাকা করে বেশি নেয়ায় গত ২৩ জানুয়ারি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন প্রতীক।

সোমবার বিকেলে অভিযোগের শুনানি হয়। সেখানে মেসার্স নাজকনস্ট্রাকসন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ঠিকাদারী প্রতিষ্ঠানটির মালিক নাজিমউদ্দিন আহমেদ জরিমানার টাকা পরিশোধ করেন।

আইন অনুযায়ী, আদায় কৃত জরিমানার টাকা হতে ২৫শতাংশ অভিযোগকারীকে দেয়া হয়েছে।

বিএ-০৯/১৭-০২ (নিজস্ব প্রতিবেদক)