পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবিতে এক শিশু নিহত, নিখোঁজ ২৬

রাজশাহীর পদ্মা নদীকে বরযাত্রীবাহী নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন ২৬ জন। এসময় মরিয়ম (০৬) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। নিহত মরিয়ম বসুয়া এলাকার রতনের কন্যা।

শুক্রবার সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী নগরীর তওয়া উপজেলার রাঙ্গাহাট এলাকায় মেয়ের বাড়িতে বিয়ে শেষে বরযাত্রীবাহী ট্রলারটি উপজেলার হরিপুর ইউনিয়নে বরের বাড়িতে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বাতাসের কারণে ট্রলারটি ডুবে যায়।

সেই ট্রলারে বর ও কনে ছিল। ট্রলারডুবির ঘটনাটি মাঝনদীতে থাকা দুজন মাঝি দেখেন, তারা বলেন, বাতাসের কারণে ট্রালারটি ডুবে যায়। অনেকে সাঁতরে উঠে আসছেন বলে তারা জানান।

রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ থেকে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তাদেরে কাছে কল আসে। এর এক মিনেটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা।

নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনো নিখোঁজ কারো হদিস মেলেনি।

প্রত্যক্ষদর্শীদের বরার দিয়ে আবদুর রশিদ বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিলো।

শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে ফেরেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন।

বিএ-১৪/০৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)