রাজশাহীর তানোরে আদিবাসী নারীর ঘরে ১ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এঘটনায় ধর্ষিতা ওই আদিবাসী নারী বাদি হয়ে তানোর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলার বিবরন, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কোচুয়া উত্তরপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র হাসান আলী (৩০) গত শনিবার দিবাগত রাতে একই গ্রামের জৈনক আদিবাসী ব্যাক্তির স্ত্রীর ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষন করে।
এসময় চিৎকার দিলে গ্রামবাসী এসে ধর্ষককে ঘরেই আটক করে রাখেন। রোববার ভোরে গ্রামবাসী ধর্ষককে পুলিশে সোপর্দ করেন।
এব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুর হাসান বলেন, আদিবাসী ওই নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষককে রোববার বিকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি বলেন, ধর্ষিতা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরর করা হয়েছে।
বিএ-১১/০৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)