নগর ভবনের গ্রিনপ্লাজায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া

রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিনপ্লাজায় অগ্নি নিবার্পণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অগ্নি নিবার্পণ যন্ত্রের মাধ্যমে আগুন নিভিয়ে এই মহড়ার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপণসহ বিভিন্ন উদ্ধার কাজ পরিচালনা করেন। আমাদের সকলের উচিত তাদের সার্বিক সহযোগিতা করা।

কোথাও কোন দুর্ঘটনা বা অগ্নিকা-ের ঘটনা ঘটলে উৎসুক জনতারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উপর ক্ষিপ্ত হন। এটি উচিত নয়। কারণ তারা আমাদেরকে সহযোগিতার জন্যেই আসেন।

এ সময় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, ইন্সপেক্টর মোঃ আবু শামা, সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুর রউফ, ইন্সপেক্টর ফায়ার সার্ভিস-২ মোঃ আবু হাসেম রনি, স্টাফ অফিসার মোঃ রাশেদুর রহমান, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এরআগে সকালে নগর ভবন সিটি হল রুমে অগ্নি প্রতিরোধ নির্বাপন ও উদ্ধার বিষয়ে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএ-১১/০৯-০৩ (নিজস্ব প্রতিবেদক)