রাজশাহীতে কমিউনিটি রেডিও সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

রাজশাহীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে তিন দিনব্যাপী কমিউনিটি রেডিও সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বুধবার দুপুরে কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে সোমবার একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

বুধবার প্রশিক্ষণ শেষে সেখানেই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন জাফর ওয়াজেদ।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে সংবাদের সংঙ্গা, বৈশিষ্ট্য ও উপাদান, সংবাদ সূচনা, শিরোনাম, সংবাদ মূল্য ও চেতনা নিয়ে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। এবং রিপোর্টিং এর বিভিন্ন ধরন ও প্রকারণ, অনুসন্ধান বিষয়ক রিপোর্টিং এর ওপর সেশন পরিচালনা করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম।

দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা, রেডিও মহাননন্দা ও রেডিও বড়ালের ৩৫ জন সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশ নেন।

কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। এসময় উপস্থিত ছিলেন রেডিও পদ্মা’র স্টেশন ম্যানেজার শাহানা পারভীন।

বিএ-০৪/১৮-০৩ (নিজস্ব প্রতিবেদক)