রাজশাহীতে লক্ষাধিক টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ফাইল ছবি

করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

রাজশাহীর মহানগর, পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, বাগমারা ও তানোর উপজেলায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জরিমানা আদায় করা হয়। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম।

এর আগে বৃহস্পতিবার অভিযানে করোনা মোকাবেলায় সরকারি বিভিন্ন নির্দেশনা অমান্য ও মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলী লঙ্ঘনের অভিযোগে ৭৮ জনকে জরিমানা করা হয়। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৩ দিনের অভিযানে রাজশাহীতে মোট ১১২ জনকে নগদ জরিমানা করা হলো।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করা হচ্ছে।

বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে জোর দেয়া হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে ৩ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। অভিযানে সরকারি আদেশ অমান্যকরণ ও অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের বিস্তার সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হচ্ছে।

বিএ-০৫/০৩-০৪ (নিজস্ব প্রতিবেদক)