যেসব নাম্বারে ফোন করে চিকিৎসার পরামর্শ নিবেন রাজশাহীবাসী

করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক ভাবে প্রসার) রোধে জরুরি প্রয়োজন ছাড়া রোগীদের হাসপাতালে না আসতে উৎসাহিত করছেন চিকিৎসকরা।

বিশেষ করে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগিদের আগে ফোন করে পরামর্শ নেয়ার কথা বলেছেন তারা।

রামেক হাসপাতালের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের নম্বর দেয়া হয়েছে তাদের সাথে মোবাইলে কথা বলে নির্দেশনা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চিকিৎসা কটিমিটর ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও নম্বর- ডা. আজিজুল হক আজাদ (০১৭১৫৩৬৭৮৪৪), ডা. জহুরুল হক (০১৭১২০০০৯১৮), ডা. সৈয়দ মাহাবুব আলম (০১৭১১০৭৪২৬৬), ডা. হারুন অর রশীদ (০১৭১১৯০৪৭৭৮), ডা. মাহাবুবুর রহমান (০১৭৬৩২৪৮৪৪৮), ডা. প্রবীর মোহন বসাক (০১৭১২৪১৬৮৬২), ডা. আখতারুল ইসলাম (০১৭১২৬২২৭১৬), ডা. আমজাদ হোসেন (০১৭১২৬৮৫৩৫০), ডা. মোহাইমেনুল হক (০১৭১৩৩২৬১৯৭৫), ডা. রেজাউল ইসলাম (০১৭১১৫৭৭৫৬৩),

ডা. নাজনীন পারভীন (০১৭১১১৮০২৩৮), ডা. সেলিম খান (০১৭১৩২২৮৩৮৩), ডা. আমজাদ হোসেন প্রাং (০১৭১৮১৬৭৮১৯), ডা. রকিবুল ইসলাম (০১৯১৪৯৫৭৬৪৭) ও ডা. সিদ্দিকুর রহমান (০১৭১৬০৩৪৮১৪)।

বিএ-০৫/১১-০৪ (নিজস্ব প্রতিবেদক)