রাজশাহীতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় শারমিন বেগম (৩০) নামের এক গৃহবধুর রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ওই গৃহবধুর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চাইপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করেন। তার স্বামীর নাম লিটন আলী।

তবে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর স্বামী লিটনের সাথে তার বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা ঘরের মধ্যে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

বিএ-১৭/১৭-০৪ (নিজস্ব প্রতিবেদক)