রাজশাহীর ল্যাবে নাটোরের একজনের করোনা শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে মঙ্গলবার নাটোরের একজনের করোনা শনাক্ত হয়েছে। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ত্রুটি থাকায় ৪৬টি নমুনার রিপোর্ট হয়নি। রিপোর্ট পাওয়া গেছে ১৪২টির।

এর মধ্যে একটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এই রোগীর বাড়ি নাটোরে। বিষয়টি নাটোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।

নাটোরে এ নিয়ে মোট ১৩ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। রাজশাহী জেলায় গত ৪ মে এর পর নতুন কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হননি।

গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্তের পর রাজশাহীতে মোট ১৭ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। রাজশাহী মহানগরী এবং জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে।

বিএ-২৪/১২-০৫ (নিজস্ব প্রতবেদক)