গত ২৪ ঘন্টায় রাজশাহী এলেন আরও ২২ জন

কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের মহামারী রোধে রাজশাহী জেলাকে এখনা লকডাইন করে রেখেছে প্রশাসন। তারপরেও রাজশাহীতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোক প্রবেশ করছেন। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে এসেছেন আরও ২২ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি জানান, রোবাবর সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে নতুন ২২ জন রাজশাহীতে প্রবেশ করেছেন।

এদের মধ্যে ঢাকা থেকে এসেছেন ১৬ জন, কুড়িগ্রাম ২ জন এবং নওগাঁ থেকে ৪ জন। এই ২২ জনই এসেছেন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায়।

তিনি আরো জানান, গত মার্চ মাস থেকে রাজশাজহীতে এখন পর্যন্ত ১ হাজার ৮১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। এদের মধ্যে ১৪ দিন পুর্ণ হয়ে যাওযায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১ হাজার ৭৩৭ জনকে। তবে এখন পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন।

যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ জন, চারঘাটে ৩ জন, পুঠিয়ায় ১৯ জন, মোহনপুরে ৬ জন এবং গোদাগাড়ীতে ২ জন। এদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন যদি আরও কেউ আসে তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

বিএ-১৩/১৮-০৫ (নিজস্ব প্রতবেদক)