করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নারীর মৃত্যু

প্রাণঘাতি করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রুবিনা খাতুন (৩০) নামে এক নারী মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান তিনি। মৃত ওই নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, সর্দি, জ্বর-কাশি নিয়ে শনিবার ওই নারী হাসপাতালে ভর্তি হন।

তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে মঙ্গলবার দুপুরের দিকে রামেক হাসপাতালে শফিউর রহমান ( ৫৫) নামে এক করোনা রোগী মারা যান। শফিউর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি নগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

করোনার উপসর্গ নিয়ে গত শনিবার তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। সোমবার তার করোনা ধরা পড়ে।

এই দুজনের মৃত্যুতে রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো।

আগে রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় দুইজন করে এবং নাটোর ও বগুড়ায় একজন করে করোনায় মারা গেছেন। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিএ-০২/০৩-০৬ (নিজস্ব প্রতিবেদক)