করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

প্রাণঘাতি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক হাজতি মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান।

মৃত সাখাওয়াত হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার পেরম সোনাদীঘি গ্রামের আবদুল হামিদের ছেলে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন সাখাওয়াত হোসেন। তার মৃত্যু করোনায় হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যানি।

মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ‘

এদিকে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাখাওয়াত হোসেন নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।

অসুস্থতা অবস্থায় তাকে গত ২৪ মে সরাসরি রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এখানেই তিনি মারা যান। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএ-০৯/০৪-০৬ (নিজস্ব প্রতিবেদক)