রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা জানান, রোববার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে বিএনপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম মামলাটি করেন।

মুরাদ হাসান ছাড়াও টকশো উপস্থাপক মহিউদ্দিন হেলালকে মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

ইসমত আরা বলেন, ‘আদালত অবশ্য মামলা দায়েরের বিষয়ে আদেশের জন্য একটি তারিখ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। তারিখটি দিনের শেষে জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।’

এদিকে, মুরাদ হাসানের বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র ক্ষুব্ধ নয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তারা কোনো মামলা করবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তাদের মামলা করার অধিকার আছে। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপনি যদি সংক্ষুব্ধ হন তবে আপনি মামলা করতে পারেন।’

এসএইচ-০৩/১২/২১ (নিজস্ব প্রতিবেদক)