রাজশাহীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা

রাজশাহী ,মহানগরীর ভদ্রা এলাকায় রেলওয়েকর্মীকে জোহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সজীবসহ তার লোকজন।

শুক্রবার দুপুরে রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহত জোহুরুল রেলওয়ের পোর্টার পদে পোর্টার পদে আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি রেলওয়ে শ্রমিক লীগের ওপেনলাইন শাখার সহ-সভাপতি পদে ছিলেন।

হত্যার ঘটনায় রেলওয়ের আরেক কর্মী সজীবের বাবা মতিয়ারকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। সেকেন্ড অফিসার মইনুল ইসলাম জানান, আটককৃত মতিয়ার হত্যার সঙ্গে জড়িত।

স্থানীয় ১৯ নম্বন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, রেলওয়ে কলোনী থেকে পূর্বদিকে এবং ভদ্রা বস্তি থেকে পশ্চিম দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হাজরাপুকুর এলাকার বাসিন্দা ও রেলওেয়ের পোর্টার জোহুরুল তার বাড়ির পাশে রেলের একটি জায়গায় চাষাবাদ করতেন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে একই এলাকার মতিয়ারের ছেলে সজীব জোহুরুলকে। সজীব নিজেও রেলে কর্মরত।

সজীব এবং জহুরুল একত্রে ওই জমি চাষাবাদ করতেন। সেই জায়গা নিয়েই তাদের ভিতরে দ্বন্দ্ব চলছিল।

এসএইচ-১৩/২৮/২২ (নিজস্ব প্রতিবেদক)