শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীপত্নীর শুভেচ্ছা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কদম হাজীর মোড় এলাকার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন- বিশিষ্ট সমাজসেবী, পিপল’র রোকেয়া ফাউন্ডেশন ও আরশাদ আলী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিনী আয়েশা আখতার ডালিয়া।

এসময় সেখানে মাটিকাটা ইউনিয়নের ৮১ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত বোর্ডসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের পাক বাহিনীর হত্যাকাণ্ডের ছবি সম্বলিত বোর্ড উদ্বোধন করেন আয়েশা আখতার ডালিয়া।

মাটিকাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী নিতেন চন্দ্র পাল, মাটিকাটা ইউনিয়ন কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইমরান আলীসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আয়েশা আখতার ডালিয়া বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা যেভাবে দেশ চালাচ্ছেন তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। স্বাধীনতা অর্জন করার পরে ওটাকে সুন্দর করে তৈরীও করতে হবে।

সেই লক্ষ্যেই এখন আমরা কাজ করে যাচ্ছি। এজন্য নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কারও নিকট থেকে দোয়া ছাড়া আমার নেয়ার কিছু নেই। আপনারা আমার পাশে থাকবেন, আমি সর্বোচ্চ দিয়ে আপনাদের সবার পাশে থাকবো।’

এসএইচ-০৩/০৪/২২ (নিজস্ব প্রতিবেদক)