রাজশাহী মহানগরজুড়ে চলছে উন্নয়ন কাজ

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান চলছে। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পটির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সকল ওয়ার্ডে রাস্তা ড্রেন সহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শনিবার দুপুরে বিভিন্ন এলাকা ঘুরে নানাবিধ উন্নয়ন কাজ পরিদর্শন করেন  সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে উন্নয়ন কাজের মান দেখেন ও প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রকৌশলী বিভাগ জানিয়েছে, মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরমধ্যে নগরীর ৫ নং ওয়ার্ডে সাড়ে ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে। এরমধ্যে ৬ কোটি ৮০ লাখ টাকার উন্নয়ন প্যাকেজের আওতায় মহিষবাথান ঈদগাহ থেকে হড়গ্রাম বাজার ও কারিতাস মোড় হতে রাজপাড়া মোড় পর্যন্ত ১.৩ কিলোমিটার। রেন্টুর খড়ির আড়ত হতে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড়। ১৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ফোরলেন সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ করা হচ্ছে।

পরিদর্শনকালে ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ১৬৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে মহানগরীর আলুপট্টি মোড় হতে তালাইমারী মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ শেষ পর্যায়ে। আর রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় তালাইমারী মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণ কাজ চলছে।

প্রকল্পটির আওতায় বর্তমানে উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। ৪.১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে ২মিটারের সড়ক ডিভাইডার। ডিভাইডারের দুইপাশে ১০.৫ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে ৩ মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশের ৩ মিটার ফুটপাত ও ড্রেন। সড়কটির সৌন্দর্য্য বর্ধণে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটির কাজ শেষ হলে এটি হবে বিশ্ব মানের একটি সড়ক। এই দুইটি সড়কের কাজও পরিদর্শন করেন মেয়র।

এছাড়া রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে ২ কোটি টাকা ব্যয়ে ১৩০০ মিটার ড্রেন নির্মাণ চলমান রয়েছে। চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।এরআগে মেয়র নগরীর আলুপট্টি মোড়ের সড়ক ডিভাইডারে রেলিং লাগানো কাজ পরিদর্শন তিনি।

অন্যদিকে ১৬নং ওয়ার্ডের কয়েরদাঁড়া মহল্লায় চলমান রাস্তা কার্পেটিং, সিমেন্ট কনক্রিট রাস্তা, স্লাবসহ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৬নং ওয়ার্ডের আটটি মহল্লায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। ৬ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ১৬নং ওয়ার্ডে ৪০টি সিমেন্ট কনক্রিট রাস্তা ও ৪০টি টার্সিয়ারি ড্রেন নির্মাণ করা হচ্ছে। সুজানগর মথুরডাঙ্গা, কয়েড়দাড়া মহল্লায় আরও ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২২টি সিমেন্ট কনক্রিট রাস্তা ও ১৮টি টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এছাড়া পরিদর্শনকালে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, রাসিকের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমীন, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, উপ-সহকারী প্রকৌশলী আল মুতি সরাফুদ্দিন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কার্য সহকারী আলমগীর আলী, কল্যাণ কুমার জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ-০৯/১২/২২ (নিজস্ব প্রতিবেদক)