‘যারা জয় বাংলা স্লোগান দেয় না, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, যারা এখনও জয় বাংলা স্লোগান দেয় না, তারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। পঁচাত্তর পরবর্তী ২১ বছর ক্ষমতায় যারা ছিল তারা জয় বাংলাকে মেনে নিতে পারেনি।

জয় বাংলা স্লোগান, কোনো ব্যক্তি বা দলীয় নয়, জয় বাংলা আজ জাতীয় স্লোগানের স্বীকৃতি অর্জন করেছে। স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে জয় বাংলা স্লোগান স্বাধীনতাকে আরো ত্বরান্বিত করেছিল। এই স্লোগান বাঙালির অস্তিত্বের স্লোগান। কাজেই যারাই জয় বাংলা স্লোগান দেয় না, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না।

রোববার রাজশাহীর মহানগরের সমন্বিত থানা সম্মেলন বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এসএম কামাল হোসেন বলেন, ৭৫ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো তারা কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি।

তিনি বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে বিভিন্ন অপশক্তি এখনো ষড়যন্ত্র চালায়। এখনও ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এসএইচ-২৯/২৭/২২ (নিজস্ব প্রতিবেদক)