দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে

বৈশাখের তীব্র তাপদাহে পুড়ছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। একে তো রোজা তার ওপর কাঠফাটা রোদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর।

সোমবার বিকেলে রাজশাহীতে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ। গত ১৫ এপ্রিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নগরীতে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।

ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ছেন তারা। ঘরে বাইরে কোথাও যেন এতটুকু স্বস্তি নেই। ছাতা নিয়ে ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আব্দুস সালাম বলেন, গত ১৫ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর ২০ এপ্রিল ভোরে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২২ এপ্রিল ১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

তবে চলতি সপ্তাহে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সবার। আরও বেশ কয়েকদিন এমন তাপদাহ অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। এক পশলা বৃষ্টির আশায় রয়েছেন নগরবাসী।

এসএইচ-২৫/২৫/২২ (নিজস্ব প্রতিবেদক)