রাজশাহীতে ওম্যান অফ দ্যা ওয়ার্ল্ড ফেষ্টিবল ওয়াও অনুষ্ঠিত

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব নারী উৎসব রাজশাহী চ্যাপ্টার।

বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনের রাজশাহী কলেজ মাঠে ওম্যান অফ দ্যা ওয়ার্ল্ড ফেষ্টিবল ওয়াও অনুষ্ঠিত হয়।

এ উৎসবের উব্দোধন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসোসিয়া।

এ আয়োজনে ছিল কর্মশালা, আলোচনা, স্পিড মেন্টরিং ও সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন। আলোচনায় প্রাধান্য দেয়া হয় ‘আত্মহত্যা কি সত্যি কোনো সমাধান?’ ও ‘বাল্যবিয়ে রোধের উপায় কী?

বিভিন্ন আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহাবুবা কানিজ কেয়া, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তানজিম জোহরা, মহানগর পুলিশের ভিকটিম সেন্টারের ইনচার্জ মোহাতারামা আশরাফি খানম, বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্না ও অ্যাডভোকেট দিলসেতারা চুনিসহ আরো অনেকে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজ সেবি শাহীন আখতার রেনী।

দিনব্যাপী আয়োজনে পাঁচ হাজারেরও বেশি দর্শক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উপভোগ করেন।

কনসার্ট মাতান ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ তারকা রাজশাহীর মেয়ে মৌমিতা তাশরিন নদী।

এসএইচ-১১/২৮/২২ (নিজস্ব প্রতিবেদক)