রাজশাহীতে ৯৫২ পুকুর রক্ষার আবেদনের রায় বৃহস্পতিবার

রাজশাহী সিটি করপোরেশনের ৯৫২টি পুকুর সংরক্ষণে আদেশ চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পুকুর ভরাট বন্ধের দাবিতে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেছিলাম।

হাইকোর্ট তখন রুল জারির পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় কত পুকুর আছে, তা জানাতে রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন। সম্প্রতি হাইকোর্টে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ৯৫২টি পুকুর রয়েছে।’

এরই মধ্যে ‘প্লট করে বিক্রির জন্য সংরক্ষিত দীঘি ভরাট’ শিরোনামে গত ২৩ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এসব পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করে পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)। গত ২৫ জুলাই হাইকোর্টের একই বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়।

প্রসঙ্গত, রাজশাহীতে গত চার দশকে ছোট-বড় মিলিয়ে প্রায় চার হাজার পুকুর ভরাট করা হয়েছে।

এসএইচ-০১/০১/২২ (নিজস্ব প্রতিবেদক)