ইয়ুথদের অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী কলেজে তরুণদের স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ ব্রিগেডের আয়োজনে অনুষ্ঠিত হলো অগ্নি-নির্বাপণ বিষয়ক কর্মশালা। এই কর্মশালায় অংশ নেন মহানগরীর দরগাপাড়ার তরুণ-তরুনীরা।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়। ৩৭জন তরুণ-তরুণী এতে অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার রাশিদুর রহমানসহ আরো অনেকে।

অগ্নি-দুর্ঘটনার কারণ ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আগুন নেভানো ও কীভাবে জান-মালের ক্ষতি কমানো যায় সে অনুশীলনও করেন অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ কাউন্সিল ও সিসিডি বাংলাদেশের সহযোগিতায় লিডারশিপ ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক তরুণ প্রশিক্ষণ পেয়েছেন।

তারা প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগী হিসেবে এসডিজি সিক্সটিন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এসএইচ-০৬/২৫/২২ (নিজস্ব প্রতিবেদক)