ভাড়া বৃদ্ধির দাবিতে রাজশাহীতে অটো চালকদের কর্মসূচি অব্যাহত

রাজশাহীতে ভাড়া সর্বনিম্ন ১০ টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্যাটারিচালিত অটো চলাচল বন্ধ রয়েছে। রোববার থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই অটো চলাচল বন্ধ করেছে অটো মালিক সমিতি।

তবে নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে অটো মালিকদের সঙ্গে নগর কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখান থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আসেনি।

আন্দোলনকারী চালকরা বলছেন, এমন কোনো জিনিস নেই যার দাম বাড়েনি। আমাদের তো পরিবার রয়েছে। অটোর জমা খরচ পর্যন্ত বেড়েছে।

এ অবস্থায় আমাদের দাবি অটোর ভাড়া সর্বনিম্ন ১০ টাকা নির্ধারণ করতে হবে। ন্যূনতম ভাড়া ১০ টাকা না করলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সোমবার সকাল থেকে অটো বন্ধ রেখে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন অটো চালকরা। ভাড়া বাড়ানোর ঘোষণা শুনে তারা রাস্তায় অটো নামাবেন।

এদিকে অটো চালকদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন নগরবাসী। এ পরিস্থিতির উত্তরণে নগরবাসী ইন্টারসিটি বাস সার্ভিসের দাবি তুলছেন।

এসএইচ-০২/২৯/২২ (নিজস্ব প্রতিবেদক)