রাজশাহীতে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে হত্যার ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক গোলাম কাজেম আলী চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৪২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন ডা. কাজেম আলী। বর্ণালী মোড়ে একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা নেমে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, নিহত চিকিৎসকের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তার তদন্ত চলছে। হত্যাকারীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআর-০১/৩০/১০ (নিজস্ব প্রতিবেদক)