তথ্য অধিকার আইনে রাজশাহীর আড়ানী পৌরসভার সচিবকে জরিমানা

তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান না করে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় রাজশাহীর আড়ানী পৌরসভার বর্তমান সচিবকে তিন হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

একই সঙ্গে রাজশাহীর জেলা প্রশাসককে জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা নিশ্চিত করতে এবং জরিমানার বিষয়টি স্থানীয় সরকার বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।

সোমবার তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী শেষে এই আদেশ প্রদান করেন।

তথ্য কমিশনে শুনানীতে রাজশাহীর আড়ানী পৌরসভার সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে প্রমানিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে ওই কর্মকর্তাকে জরিমানা করা হয়। তথ্য কমিশনে আজ ১১ টি অভিযোগের শুনানী করে ৬ টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

এআর-০৪/১৩/১১ (জাতীয় ডেস্ক)