হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী দেখা যায়, হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে তিনটি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি লাঙল প্রতীকের প্রার্থী রয়েছেন। মহাজোটের বাইরে গিয়ে এ তিনটি আসনে উন্মুক্ত প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
ফলে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে লড়ছেন নৌকা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ, ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া, লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা) ও জুবায়ের আহমেদ (মোমবাতি)। এ আসনে লড়ছেন ছয়জন প্রার্থী।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে লড়ছেন মো. আব্দুল মজিদ খান (নৌকা), মাওলানা আব্দুল বাছিত আজাদ (ধানের শীষ), শংকর পাল (লাঙল), মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা) ও আফছার আহমদ রূপক (সিংহ)। এ আসনে প্রার্থীর সংখ্যা সাতজন।
পাশাপাশি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে লড়ছেন মো. আবু জাহির (নৌকা), জি কে গউছ (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙল), মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ও পিযুষ চক্রবর্তী (কাস্তে)। এ আসনে প্রার্থীর সংখ্যা পাঁচজন।
এছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে লড়ছেন মাহবুব আলী (নৌকা), আহমদ আবদুল কাদের (ধানের শীষ), শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি) ও আনছারুল হক (গোলাপ ফুল)। এ আসনে প্রার্থীর সংখ্যা পাঁচজন। এ নিয়ে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলেও তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এ ৩টি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বিএ-০৮/১০-১২ (আঞ্চলিক ডেস্ক, তথ্যসূত্র: জাগো নিউজ)