শিবিরের ছেলেদের এজেন্ট করতে চাইছেন মেজর হাফিজ

ভোলা-৩ আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ পোলিং এজেন্ট সংকটে ভুগছেন। ধরপাকড় ও হামলা-মামলার ভয়ে বহু কেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না বিএনপির এ ভাইস চেয়ারম্যান।

এমতাবস্থায় তিনি জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের ছেলেদের এজেন্ট করার কথা ভাবছেন। এ জন্য তিনি নির্বাচনী এলাকার জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগ করেছেন। এমন একটি অডিও ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে শফিকুল হক নামে এক জামায়াত কর্মীর সঙ্গে এজেন্ট ঠিক করা নিয়ে শলাপরামর্শ করতে শোনা গেছে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে।

তবে অডিওর কণ্ঠটি মেজর হাফিজের কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অডিও কথোপকথন হুবহু তুলে ধরা হল-

মেজর হাফিজ: হ্যালো

মোহাম্মদ শফিকুল হক: স্লামালিকুম

মেজর হাফিজ: তোমাদের আমিরকে ফোন করি, ফোন ধরে না তো…

শফিকুল হক: ওহ, হের তো মা মারা গেছে কাল রাতে

মেজর হাফিজ: আচ্ছা

শফিকুল হক: হে গোপনে, অনেক কৌশলে গেছে, কাল মাটি দিয়ে আসছে, আবার আজকে গেছে।

মেজর হাফিজ: ওওও, এরে একটু আসতে বলো দেখা করার জন্য, আর এজেন্ট দেয়ার ব্যবস্থা করো তুমি, শিবিরের ছেলেদের এজেন্ট দেব।

শফিকুল হক: রাত্রে যোগাযোগ করব না সকালে?

মেজর হাফিজ: সকালে ব্যবস্থা করো। কাল সারা দিনে আইডি কার্ড আর ছবি দিয়া… শিবির যত এজেন্ট দেবে… সবগুলো আমরা নিয়ে নেব। বুঝছ?

শফিকুল হক: জি, আর ওখানে আপনার, আজকে বের হওয়া যাবে?

মেজর হাফিজ: না না, বের হওয়া যাবে না তো… একেবারে নির্বাচনের দিনেই।

শফিকুল হক: সেদিন কী বাইর হইতে দেবে?

মেজর হাফিজ: জানি না। দিলে দিবে। আমরা আমাদের এজেন্ট ঠিক করতে হবে তো।

শফিকুল হক: আচ্ছা। ঠিক আছে জি।

মেজর হাফিজ: এজেন্টগুলার ব্যবস্থা করো তুমি। আইডি কার্ড লাগবে আর একটা স্ট্যাম্প সাইজ দুই কপি ছবি লাগবে।

শফিকুল হক: আচ্ছা ঠিক আছে। জি জি

মেজর হাফিজ: আচ্ছা

প্রসঙ্গত ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন। তার বিরুদ্ধে হাফিজের বহু অভিযোগ ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়েছে। মেজর হাফিজের প্রচারে বাধা, কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে শাওনের দাবি-এসব অভিযোগ মিথ্যা।

বিএ-০৫/২৮-১২ (আঞ্চলিক ডেস্ক)