কিশোরগঞ্জে শিক্ষক হত্যায় ৯ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলশিক্ষক সাহেদ আলী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সহিদ মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুল হক, রতন মিয়া, রিপন মিয়া, নূর উদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও নূর উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০০৪ সালের ৪ এপ্রিল হোসেনপুর উপজেলার বীর হাজীপুর গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সাহেদ আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা।

গুরুতর আহতাবস্থায় সাহেদ আলী মাস্টারকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ২৪ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. ফরিদ বাদী হয়ে ৯ এপ্রিল ১০ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা করেন।

বিএ-০৭/১৫-০১ (আঞ্চলিক ডেস্ক)