টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হারুন অর রশীদ

টানা তৃতীয়বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের এস.পি মোহাম্মদ হারুন অর রশিদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেয়া হয় পুলিশ সুপার হারুন অর রশীদকে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো: সাজ্জাদ রোমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

পরে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদের হাতে এ পদক ও সার্টিফিকের্ট তুলে দেন।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেফতার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রসংশা অর্জন করেছেন।

এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য শহরে হকারমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত শহর উপহার দিয়ে নারায়ণগঞ্জবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছেন। এছাড়াও পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পুলিশ সদস্যের সাথে প্রতিনিয়ত কল্যাণ সভা সহ পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকেন। ডিউটির পাশাপাশি পুলিশ সদস্যেদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য “পুলিশ সুপার কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯” এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ তিনবার বিপিএম ও দুইবার পিপিএম পদক অর্জন করেছেন। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচারণে প্রশংসনীয় হন। এ অবদানের জন্য গত ৪ ফেব্রুয়ারি ২০১৯ পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম” (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাচ পড়িয়ে দেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামরি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে বিএসসি (অনার্স), এমএসএস, এলএলবি(জাঃবিঃ) থেকে শিক্ষাজীবন শেষ করেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক মেয়ে তাসলিম(১০) ও এক ছেলে হিসাম(৪) কে নিয়ে সুখী দাম্পত্য ও সফল জীবন যাপন করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের এ ধারাবাহিক সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিএ-০৪/২৬-০২ (আঞ্চলিক ডেস্ক)