চুয়াডাঙ্গায় আ’লীগের প্রতিদ্বন্দ্বী আ’লীগ

চুয়াডাঙ্গায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (২৪ মার্চ)। নির্বাচনে চারটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী লড়ছেন। প্রতীক পাওয়ার পরপরই নিজ এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকছেন প্রার্থীরা। তারা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা ধরনের আশ্বাস।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গায় নৌকা প্রতীক প্রার্থীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ৮ জন ক্ষমতাসীন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। প্রতীক পাওয়ার পর ভোটের মাঠে লড়ছেন তারা।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী হলেন আশাদুল হক বিশ্বাস। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সাধারণ মানুষের কাছে জনপ্রিয় তিনি। এছাড়া স্বতন্ত্র হিসেবে লড়ছেন আরেক ক্ষমতাসীন প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।

জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল। তবে, তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা ও হাফিজুর রহমান।

দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ছেন সিরাজুল আলম ঝন্টু। তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্যের ভাই স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আলী মুনসুর বাবু।

আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হলেন জিল্লুর রহমান। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুজ্জামান মল্লিক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আয়ুব হোসেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ জানান, চুয়াডাঙ্গার ৪ উপজেলায় নৌকার বিরোধী প্রার্থী আছে। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গার চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ৯ জন।

বিএ-১৪/১২-০৩ (আঞ্চলিক ডেস্ক)