নারায়ণগঞ্জে প্রকৌশলী হত্যায় দুইজনের যাবজ্জীবন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রকৌশলী গোলাম সরওয়ার রাজীবকে অপহরণের পর হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার আবু বক্করের ছেলে খায়রুল বাশার (২৮) ও আড়াইহাজারের পুরিন্দা গ্রামের জাকির হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। আদালতে রায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ পেন্নাই এলাকা থেকে ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার রাজীবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। মূলত সম্পত্তির লোভ ও প্রতিহিংসার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

বিএ-০৫/৩০-০৫ (আঞ্চলিক ডেস্ক)