পালসারের দাম উঠেছে ১০ লাখ টাকা

যশোরের মনিরামপুরে কোরবানীতে বিক্রির উদ্দেশ্যে পরম যত্নে লালন-পালন করা হয়েছিল সুলতান, পালসার বাবু, বরকত ও সোনামণিকে।

শুনতে অবাক লাগলেও এ নামগুলো আসলে গরুর। উপজেলার ইত্যা গ্রামের গরু খামারি ইয়াহিয়া মোল্যা আদর করে তার গরুগুলোর এ সব নাম রেখেছেন।

ইতিমধ্যে সুলতান বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। পালসার বাবুকে ১২ লাখ টাকায় বিক্রি করার ইচ্ছা এই খামারি দম্পতির।

এ দামে বিক্রি করতে পারলে ক্রেতাকে একটি পালসার মোটরসাইকেল দেয়ার ইচ্ছাও আছে তাদের। আজ (মঙ্গলবার) পর্যন্ত পালসার বাবুর দাম উঠেছে ১০ লাখ টাকা।

এদিকে প্রায় ৪ বছর বয়সী ১২ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার বরকতের ওজন প্রায় ২২-২৪ মণ। যার দাম উঠেছে ৬ লাখ টাকা। তবে ৮ লাখ টাকায় বিক্রির ইচ্ছা ইয়াহিয়া মোল্যার।

এ ছাড়া প্রায় ১২ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার এই সোনামণি নামের আরেকটি গরুর যেটি ৫ লাখ টাকায় বিক্রি করতে চান এই খামারি।

এদিকে প্রতিদিনই দূর-দুরান্তের ক্রেতা ও উৎসুক জনতা এই খামারির বাড়িতে ভিড় জমাচ্ছেন।

বিএ-১০/০৫-০৮ (আঞ্চলিক ডেস্ক)