পাস এইচএসসি, তবুও এমবিবিএস ডাক্তার তিনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জহিরুল ইসলাম (৪৫) নামে আরও এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে চিটাগাংরোডের চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থি কুমিল্লা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে র‌্যাব-১১ এর সদস্যরা তাকে আটক করে। এ নিয়ে গত ৫ মাসে ৮ জন ভুয়া চিকিৎসককে আটক করা হলো।

আটক জহিরুল ইসলাম কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৩ সালে এইচএসসি পাশ করা এই ভুয়া এমবিবিএস ডাক্তার গত ১ বছর ধরে ওই প্রতিষ্ঠানে সনোলজিস্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছিলেন। এছাড়াও নারী রোগীদের কোনো নার্সের সাহায্য ছাড়াই তিনি একাই আল্ট্রাসনোগ্রাম করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বলেন, ডাক্তার না হয়েও জহিরুল ইসলাম রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি মূলত আল্ট্রাসনোগ্রাম করতেন। অভিযানের সময় তিনি কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। তবে তিনি ভারতের একটি প্রতিষ্ঠানে ৩ বছরের কোর্স করেছেন বলে জানিয়েছেন। যার ভিত্তিতে তিনি এখানে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতেন। যা সম্পূর্ণ বেআইনি।

অন্যদিকে ২০১৭ সালের পরে প্রতিষ্ঠানটির পুনঃনিবন্ধন না থাকায় মালিক পক্ষকে কাগজপত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিএ-১৬/২৭-০৮ (আঞ্চলিক ডেস্ক)