জিনের বাদশা সেজে প্রতারণা করতেন তারা!

চট্টগ্রামে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ‘জিনের বাদশা’ সেজে মোবাইল ফোনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম (৩১), মুক্তার রহমান (২৭) ও শীপন চন্দ্র মহন্থ (২৯)।

শনিবার ভোরে নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন জানিয়েছেন, একটি চক্র জিনের বাদশা সেজে প্রতারণা করে আসছে। চক্রটি এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেয়। বিষয়টি অভিযোগ আকারে জানার পর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে আরো সদস্য রয়েছে।

তারা বিভিন্ন মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে রাতের বেলা ফোন করেন। ফোন করে যাদেরকে টার্গেট করা যাবে মনে হয় তাদের পরিবার ও আত্মীয়ের তথ্য কৌশলে জেনে নিয়ে পরে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বিএ-১৩/২৬-১০ (আঞ্চলিক ডেস্ক)