লক্ষ্মীপুরে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।

রায়ে মামলার ৬ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে।

আদালতের সরকারি কৌশুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে গিয়াস টাকা ধার চান। কিন্তু টাকা দিতে না পারায় হাজেরার সঙ্গে গিয়াসের বাকবিতণ্ডা হয়। এর জেরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে।

এতে বাধা দিলে আবদুর রশিদকে পিটিয়ে হত্যা করে গিয়াস। ওইসময় হাজেরাকেও মারধর করা হয়। এ ঘটনায় মামলার পর ২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান আসামি গিয়াসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিএ-১১/২০-০১ (আঞ্চলিক ডেস্ক)