ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. কাউয়ুম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউয়ুম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাউয়ুম পেশায় রাজমিস্ত্রি। তিনি সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে চরফ্যাশনে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে শশীভূষণ এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএ-০৬/৩০-০১ (আঞ্চলিক ডেস্ক)