চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শিয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালমারী গ্রামের মৃত দলুর উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগম দুপুরে বাড়ির পার্শ্ববর্তী প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় উথলী গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে রিন্টু (২০) মোটরসাকেলযোগে দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ-০৪/৩১-০১ (আঞ্চলিক ডেস্ক)