ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী দিদার লস্করকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিএমএ আলিম আল রাজী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দিদার লস্কর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেচুর রহমানের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, দিদার লস্কর বিয়ের পর থেকে স্ত্রী শিলা বেগমকে যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করতেন। এরই প্রেক্ষিতে পাঁচ লাখ টাকা যৌতুক দিতে না পারায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে শিলা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান স্বামী দিদার লস্কর।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দিদার লস্করসহ তিনজনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করা হয়। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।
বিএ-০৫/১১-০২ (আঞ্চলিক ডেস্ক)